হোম > সারা দেশ > ময়মনসিংহ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগ নেতা বহিষ্কার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরে ইসলামপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁর নাম সোবাহান সোহান নাজমুল। আজ শনিবার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান শান্ত এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হক স্বাধীনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোবাহান সোহান নাজমুল ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের বিভাগীয় উপ-সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

এ বিষয়ে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সোবাহান সোহান নাজমুল বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্ম প্রতিমন্ত্রীকে রাজনৈতিকভাবে সমর্থন না করায় আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমাকে বহিষ্কার করা হয়নি। আমি ফেসবুকে কারও বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করিনি। যেটা বাস্তব, সেটাই ফেসবুকে লিখেছি। মূলত সত্য জানার জন্যই ফেসবুকে ওই মন্তব্য করেছি। এটা আমার দোষের কিছু দেখছি না। আমি দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কিছু করিনি। তবে বহিষ্কার বড় কথা নয়। আমি বঙ্গবন্ধুর একজন সৈনিক হয়ে দলের কাজ করে যাব।’

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন বলেন, ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল ও তাঁর পরিবারকে ইঙ্গিত করে তাঁদের অতীত রাজনীতি নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন সোবাহান সোহান নাজমুল। যা বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নাজমুলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০