হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে আলাল উদ্দিন নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাতে উপজেলার সালটিয়া ইউনিয়নের জন্মেজয় গ্রামে। 

নিহত আলাল উদ্দিন পেশায় দিনমজুর ছিলেন। তাঁর বাড়ি উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামে। জন্মেজয় গ্রামে বিয়ে করে বসবাস করছিলেন। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে সাদ্দাম হোসেন ও রাসেল নামে দুই ব্যক্তি বাড়িতে এসে আলাল উদ্দিনকে (৫৫) ডাক দেন। এ সময় তাঁর স্ত্রী সুবলা খাতুন স্বামীর কাছে জানতে চান এত রাতে কারা এসেছেন। বাড়ির বাইরে ওই দুজনের সঙ্গে আলাল উদ্দিনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হলে তাঁরা চলে যান। 

রাত ১২টার দিকে তাঁরা আবার আলাল উদ্দিনকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে যায়। পরে চিৎকার শুনে সুবলা খাতুন ঘর থেকে বের হয়ে দেখেন ছুরি দিয়ে তাঁর স্বামীর পেটে ও ইট দিয়ে মাথায় আঘাত করছে কয়েকজন। এ সময় বাড়ির অন্য লোকজন এগ্রিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। 

গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পর ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে নিহতের বাড়ি গিয়েছি। লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় নিহতের পরিবার একটি অভিযোগ দায়ের করেছে।’

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক