হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে সাংবাদিককে পিটিয়ে হত্যাচেষ্টা, মামলার প্রধান আসামি গ্রেপ্তার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক কলি হাসানকে পিটিয়ে হত্যাচেষ্টা মামলার ১ নম্বর আসামি আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ৩টার দিকে দুর্গাপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে উপজেলার খরশ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার আব্দুল হান্নান (৩৮) দুর্গাপুর পৌরসভার খরশ এলাকার আব্দুল হাকিমের ছেলে। আর সাংবাদিক কলি হাসান দৈনিক জনকণ্ঠের দুর্গাপুর উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছেন। 

গ্রেপ্তারে বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, আজ সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের খরশ এলাকা থেকে আসামি আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। 

এর আগে ৯ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার টিচার্স লেন এলাকায় পরিকল্পিতভাবে কলি হাসানের পথরোধ করে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। কলি হাসান বাঁচার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার ডান হাত ভেঙে ফেলে। পরে ডান পায়ে উপর্যুপরি আঘাত করে মারাত্মক জখম করে ৷ 

হামলার সময় তাঁর দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। কলি হাসানের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ওই ঘটনায় ১৫ জুন ভুক্তভোগীর স্ত্রী সাজেদা আক্তার সাজু বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

কলি হাসান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩