হোম > সারা দেশ > ময়মনসিংহ

পর্যটকদের আকৃষ্ট করছে চীনামাটির পাহাড়

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

পর্যটকদের আকৃষ্ট করছে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ভেদিকুড়া সীমান্তের চীনামাটির পাহাড়। ভেদিকুড়া দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা একটি গ্রাম। ধোবাউড়া উপজেলা থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে মেঘালয় সীমান্তের পাশে ভেদিকুড়া মৌজার সীমান্ত। বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা চীনামাটির এ সৌন্দর্য দেখতে এখানে আসেন। 

ভেদিকুড়া বিট অফিস সূত্রে জানা গেছে, ভেদিকুড়া মৌজায় মোট ৫ একর এলাকা জুড়ে প্রায় ২০-২৫টি ছোট বড় চীনামাটির পাহাড় রয়েছে। 

স্থানীয় বাসিন্দারা সাদা চীনামাটির পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরতে সরকারি বা বেসরকারি সংস্থার উদ্যোগে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন। 
 
মনসাপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল ইসলাম বলেন, 'ভেদিকুড়া মৌজায় ছোট বড় অনেক চীনামাটির পাহাড় রয়েছে। চীনামাটির পাহাড় দেখতে দুর দুরান্ত থেকে মানুষজন আসেন। এই পাহাড়ে থেকে ভারতের মেঘালয় রাজ্যের কিছু অংশ দেখা যায়। সবকিছু মিলিয়ে এই এলাকাটি পর্যটন কেন্দ্রের জন্য উপযুক্ত।' 

উপজেলা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) এর সাধারণ সম্পাদক সামছুল হক মৃধা বলেন, 'এখানে সরকারি ভাবে একটি পর্যটন কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হলে মানুষ সৌন্দর্য দেখার পাশাপাশি এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।' 

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম বলেন, 'সরেজমিনে দেখে পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।'    

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা