হোম > সারা দেশ > নেত্রকোণা

চেয়ার ও কম্পিউটার দখল নিয়ে দুই খাদ্য কর্মকর্তার বিবাদ

নেত্রকোনা প্রতিনিধি

খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিসের চেয়ার ও কম্পিউটার সব সময় দখল করে রাখেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা। এ নিয়ে বিবাদে জড়ান দুই কর্মকর্তা। সেই বিবাদ লিখিত অভিযোগ পর্যন্ত গড়িয়েছে। অবশ্য অভিযোগ দেওয়া হয়েছে অনিয়ম-দুর্নীতি নিয়ে। যদিও খোঁজ নিয়ে জানা গেছে, মূলত দুই কর্মকর্তার একটি অফিসরুম। সেখানে চেয়ার ও কম্পিউটার একটি। চেয়ারে বসা ও কম্পিউটার দখল করে রাখা নিয়েই দুজনের মধ্যে বিবাদ।

ঘটনাটি নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–এলএসডি) কৃষ্ণা মজুমদার ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা কায়সার আহমেদের মধ্যকার।

এ ঘটনায় উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা কায়সার আহমেদ জেলা খাদ্য কর্মকর্তার কাছে গত ১৭ অক্টোবর লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ওসি–এলএসডি কৃষ্ণা মজুমদারের বিরুদ্ধে স্থানীয় ডিলারদের চাল কম দেওয়ার অভিযোগ করেছেন। এর প্রতিবাদ করায় কৃষ্ণা মজুমদার তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করেন।

আজ শুক্রবার জেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মো. মিজানুর রহমান অভিযোগ পাওয়ার কথা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেন্দুয়া উপজেলার খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শহীদুল্লাহকে অভিযোগ তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা কায়সার আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওসি–এলএসডি কৃষ্ণা মজুমদার স্থানীয় ডিলারদের চাল ওজনে কম দেন। আমি এসবের প্রতিবাদ করি। সে কারণে ক্ষিপ্ত হয়ে তিনি আমার সঙ্গে খুবই খারাপ আচরণ করেছেন। এ বিষয়ে জেলা কর্মকর্তার কাছে অভিযোগ করেছি।’

তবে অভিযোগ অস্বীকার করে কৃষ্ণা মজুমদার বলেন, ‘উপজেলা পরিষদ ভবনে খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা কায়সার আহমেদের নিজের অফিস থাকার পরও খাদ্যগুদামে আমার অফিস দখল করে রাখেন। এমনকি আমার কম্পিউটারও তিনি সব সময় ব্যবহার করেন। তাঁর অফিসের সমস্ত লোক সারাক্ষণ আমার অফিসে বসে থাকে। কর্মকর্তা নিজেও প্রায় সময় আমার চেয়ারে এসে বসে থাকেন। সে কারণে নিজের অফিসে আমি আমার মতো করে কাজ করতে পারি না। একটা অস্বস্তিকর অবস্থায় থাকি সব সময়। অথচ ওনার নিজের অফিস তিনি ব্যবহার করেন না। বিষয়টি তাঁকে বলতেই চালে কম দেওয়ার মিথ্যা গল্প বানিয়ে জেলা কর্মকর্তার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। অথচ গত ১৭ অক্টোবর যেদিন তিনি অভিযোগ দিয়েছেন, সেদিন কোনো চাল বিতরণ ছিল না। তা ছাড়া অভিযোগপত্রের লিখিত ভাষাও বিচ্ছিরি নোংরা!’

তদন্তের দায়িত্বে থাকা কেন্দুয়া উপজেলার খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শহীদুল্লাহ বলেন, ‘গত মঙ্গলবার জেলা খাদ্য কর্মকর্তা বিষয়টি তদন্তে আমাকে নির্দেশ দিয়েছেন। নির্দেশ পেয়ে বুধবার সরেজমিন তদন্ত করেছি। তদন্ত শেষ প্রতিবেদন আগামী রোববার জমা দেব।’

উপজেলা পরিষদ ভবনে খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তার অফিস আছে কি না, জানতে চাইলে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, ‘আমাদের নবনির্মিত ভবনে খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তাকে একটি অফিসরুম বরাদ্দ দেওয়া হয়েছে। তবে সেখানে এখনো বসার মতো ব্যবস্থা করা হয়নি। এ ছাড়া পুরাতন ভবনে তাঁর কোনো অফিস নেই। ফলে খাদ্যগুদামের ওসি–এলএসডির অফিসটিই দুজনে ব্যবহার করেন।’ 

জেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা মো. মো. মিজানুর রহমান বলেন, ‘তদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা