ময়মনসিংহের গফরগাঁওয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদল শেখকে ৮ বছর পর গ্রেপ্তার করেছে পাগলা থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার টোক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের দুবাশিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, বাদল শেখের বিরুদ্ধে ২০০৭ সালে ঢাকার মিরপুর থানায় এক নারীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা হয়। ওই ঘটনার পরে থেকে সে পলাতক ছিল। এদিকে মূল অভিযুক্ত পলাতক থাকায় ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২০১৫ সালে বাদল শেখকে ৫ বছরের সাজা দেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ‘আজ বুধবার দুপুরে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বাদল শেখকে জেলহাজতে পাঠানো হয়েছে।’