গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ড থেকে পাঁচাশী হয়ে ধূরুয়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কে বেরাটী নামকস্থানে আপনকালী ও গুইলাকালী খালের ওপর দুইটি সেতু দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এতে বিপাকে রয়েছে দুপাশের কয়েক হাজার মানুষ।
সরেজমিনে গিয়ে জানা যায়, ইটের তৈরি সেতুটির দুই পাশের দেয়াল ভেঙে গেছে ও নিচের অংশে ফাটল ধরেছে। সেতুটির দুপাশ ভেঙে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়ে আছে। এতে সেতু পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও এলাকাবাসীর। এই সেতু দিয়ে একসময় ভারী যান চলাচল করলেও বর্তমানে ঝুঁকিপূর্ণ হওয়ায় তা বন্ধ রয়েছে। প্রায় ২০-২৫ বছর যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়নি এলজিইডি। ফলে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয়রা বলেন, উপজেলা ও জেলা শহরে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এ রাস্তা দিয়ে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে পাঁচাশী, বিশ্বনাথপুর, বেরাটি, কান্দুলিয়া, তেরশিরা, পলাশকান্দা, রোকন্দীপুর, বামনপুর, গিদ্ধিরপুর ছাড়াও ঈশ্বরগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের হাজারো মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন।
উপজেলা প্রকৌশলী আবু সালেহ মো. আব্দুল ওয়াহেদ বলেন, বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না। এ সম্পর্কে সার্ভেয়ার আতিয়ার সাহেব বলতে পারবেন।
এ বিষয়ে সার্ভেয়ার আতিয়ার রহমান বলে, এই দুইটি সেতু নির্মাণে প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুতই সেতু দুইটি নির্মাণ করা হবে।