হোম > সারা দেশ > ময়মনসিংহ

গৌরীপুরে ২৫ বছরেও সংস্কার হয়নি দুইটি সেতু

প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ড থেকে পাঁচাশী হয়ে ধূরুয়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কে বেরাটী নামকস্থানে আপনকালী ও গুইলাকালী খালের ওপর দুইটি সেতু দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এতে বিপাকে রয়েছে দুপাশের কয়েক হাজার মানুষ।

সরেজমিনে গিয়ে জানা যায়, ইটের তৈরি সেতুটির দুই পাশের দেয়াল ভেঙে গেছে ও নিচের অংশে ফাটল ধরেছে। সেতুটির দুপাশ ভেঙে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়ে আছে। এতে সেতু পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও এলাকাবাসীর। এই সেতু দিয়ে একসময় ভারী যান চলাচল করলেও বর্তমানে ঝুঁকিপূর্ণ হওয়ায় তা বন্ধ রয়েছে। প্রায় ২০-২৫ বছর যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়নি এলজিইডি। ফলে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।  

স্থানীয়রা বলেন, উপজেলা ও জেলা শহরে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এ রাস্তা দিয়ে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে পাঁচাশী, বিশ্বনাথপুর, বেরাটি, কান্দুলিয়া, তেরশিরা, পলাশকান্দা, রোকন্দীপুর, বামনপুর, গিদ্ধিরপুর ছাড়াও ঈশ্বরগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের হাজারো মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন।

রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম বলেন, সেতু দুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ রাস্তা দিয়ে ভারী যান চলাচল করতে পারে না। এতে এলাকাবাসীরা খুব বিপদে রয়েছেন। এই দুটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

উপজেলা প্রকৌশলী আবু সালেহ মো. আব্দুল ওয়াহেদ বলেন, বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না। এ সম্পর্কে সার্ভেয়ার আতিয়ার সাহেব বলতে পারবেন। 

এ বিষয়ে সার্ভেয়ার আতিয়ার রহমান বলে, এই দুইটি সেতু নির্মাণে প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুতই সেতু দুইটি নির্মাণ করা হবে। 

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা