হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইল মডেল মসজিদের পেশ ইমাম নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল মডেল মসজিদে পেশ ইমামসহ চারজন জনবল নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন ওই মসজিদের বর্তমান খতিব ও ইমাম মাওলানা হামিদুজ্জামান ভূঁইয়া।

তবে নিয়োগ কমিটির সভাপতির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, নিয়ম মেনেই সব কিছু হচ্ছে।

জানা গেছে, গত ১২ জানুয়ারি জাতীয় ও স্থানীয় পত্রিকায় এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি মোতাবেক পেশ ইমাম পদে ৪১ জন, মুয়াজ্জিন ও খাদেম পদে ৪০ জনসহ ৮১ জনের আবেদন পড়ে। আবেদন যাচাই-বাছাই শেষে গত ২০ ফেব্রুয়ারি লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করে নিয়োগ কমিটি।

পরীক্ষার ১১ দিন পরও ফল প্রকাশ না করায় এ নিয়ে আজ শুক্রবার জুমার নামাজ শেষে নান্দাইল মডেল মসজিদের খতিব মাওলানা হামিদুজ্জামান ভূঁইয়া মুসল্লিদের উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, নিয়োগ কমিটির সভাপতি নান্দাইলের গুরুত্বপূর্ণ আলেম-উলামা বাদ দিয়ে তাঁর পছন্দের লোকজনকে নিয়ে প্যানেল করে অনুমোদনের জন্য কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন।

অবিলম্বে এ নিয়োগ পরীক্ষা বাতিল করে পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদেম পদে স্থানীয় যোগ্য লোক নিয়োগের দাবি জানান মাওলানা হামিদুজ্জামান। অন্যথায় নিয়োগ কমিটির বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ডা. আসাদ উল্লাহ, হেলাল উদ্দিন, মাওলানা আব্দুল হাই, মসজিদের মুয়াজ্জিন নাজিম উদ্দিনসহ স্থানীয় ব্যক্তিরা। 

এ বিষয়ে জানতে চাইলে নিয়োগ কমিটির সভাপতি নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি দীর্ঘদিন মসজিদে ছিলেন, তাই হয়তো ক্ষোভ থাকতে পারে। রেজাল্ট শিটে সব প্রার্থীর স্বাক্ষর আছে। এখানে ধূম্রজাল সৃষ্টির কোনো অবকাশ নেই। এ বিষয়ে জেলা প্রশাসকও অবগত আছেন। প্রার্থীদের বিষয়ে গোয়েন্দা রিপোর্ট পেলেই আমরা নিয়োগপত্র দিয়ে দেব।’

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত