হোম > সারা দেশ > নেত্রকোণা

মামার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় মামার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে হুজাইফা নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

হুজাইফা উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সীপুরের শ্যামগঞ্জপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

শিশুটির মামা বেল্লাল হোসেন বলেন, ‘গতকাল মঙ্গলবার আমার বোন তাসলিমা তার সন্তানদের নিয়ে আমাদের বাড়ি বেড়াতে আসে। আজ বুধবার সকালে বাড়ির সবার সঙ্গে পিঠা খেয়ে উঠানে বসে খেলাধুলা করছিল ভাগনে হুজাইফা। এরপর সবার অগোচরে বাড়ির উত্তর-পূর্ব পাশে পুকুরে পড়ে ডুবে যায় সে।’

বেল্লাল হোসেন আরও বলেন, হুজাইফাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজি পর তাকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। পরে তাকে থেকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহরাব হোসাইন লিংকন বলেন, স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই শিশুটি মারা গিয়েছিল।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার