হোম > সারা দেশ > ময়মনসিংহ

হাইকোর্টে রিট: হালুয়াঘাটের ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ স্থগিত

প্রতিনিধি

হালুয়াঘাট (ময়মনসিংহ): ময়মনসিংহের হালুয়াঘাটে একটি হত্যার অভিযোগে সাময়িক বহিষ্কার হওয়া ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ স্থগিত করেছে হাইকোর্ট। ১৯ এপ্রিল আদালত থেকে পাওয়া এ সংক্রান্ত একটি চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের কাছে পৌঁছায়। ২০ এপ্রিল বহিষ্কার হওয়ায় চেয়ারম্যানকে একটি চিঠি পাঠিয়ে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর জানান ইউএনও।

মামলা এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১ নভেম্বর উপজেলার কংস নদ থেকে ড্রেজিংয়ের মাধ্যমে তোলা বালু আনতে গাড়ি পাঠান স্বদেশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদ। এ বালু আঃ কাদির মণ্ডল (৬৫)  নামের এক ব্যক্তির নিজস্ব জমিতে থাকার কারণে ইরাদকে বাঁধা দেন আঃ কাদির ও তাঁর স্বজনেরা।

এ খবর শুনে বিকেলে চেয়ারম্যান ও তাঁর দলবল দেশীয় অস্ত্র দিয়ে আঃ কাদিরের উপর হামলা চালায়। এ হামলায় আহত কাদিরকে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তাঁর স্বজনরা। পরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পরে নিহত কাদিরের  বড় ছেলে মো. ফরিদ মণ্ডল হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরের রাতে পুলিশ অভিযান চালিয়ে স্বদেশী ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠান।

পরে অভিযোগপত্র বিজ্ঞ আদালতে গৃহীত হলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী  আদেশ জারি করে ঐ বছরের ১৮ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ওই চেয়ারম্যানকে বহিষ্কারের তথ্য জানানো হয়। পরে পরিবারের রিটের ভিত্তিতে চলতি বছরের ২৩ মার্চ আদালত তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।

জিহাদ সিদ্দিকী ইরাদের পরিবার জানায়, গতবছরের ১৮ অক্টোবর তাঁকে বহিষ্কারের আদেশ দেওয়ার পর ওই আদেশকে চ্যালেঞ্জ করে পরিবারের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট পিটিশন করা হয়। এবার উচ্চ আদালত মন্ত্রণালয়ের উক্ত বরখাস্তাদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন। জিহাদ সিদ্দীকি ইরাদকে স্ব পদে বহাল থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পাওয়া আবু নাসের সরকারের পদ স্থগিত করেছেন হাইকোর্ট।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম  বলেন, হাইকোর্টে রিট করার প্রেক্ষিতে শুনানির পূর্বে তাঁর অন্তর্বর্তীকালীন বহিষ্কারাদেশ স্থগিত করায় তিনি তাঁর পদে বহাল থাকবেন। আর দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানের দায়িত্বের আদেশ স্থগিত করা হয়েছে।

ময়মনসিংহের নির্বাচনী অফিস উদ্বোধনকালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জের একই পরিবারের বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার