নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সেচের পানিতে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে পৌর শহরের চকলেংগুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুসাইফা ওই এলাকার মোশারফ হোসেনের মেয়ে।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সবাই ঘরের কাজে ব্যস্ত ছিল। এ সময় নুসাইফা উঠানেই খেলা করছিল। হঠাৎ শিশু নুসাইফাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের ধানখেতে সেচের পানিতে তাকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয় তার বড় বোন সাবিনা আক্তার। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) রায়হান মিয়া আজকের পত্রিকাকে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিত শিশুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।