হোম > সারা দেশ > ময়মনসিংহ

সাঈদীকে নিয়ে পোস্ট, এবার নান্দাইলে ৮ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ায় ময়মনসিংহের নান্দাইলে আট ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত প্যাডে সংগঠনের সকল কার্যক্রম ও স্ব-স্ব পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। 

অব্যাহতিপ্রাপ্ত ছাত্রলীগ নেতারা হলেন—নান্দাইল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাছুম পারভেজ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন রহমান, নান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এসএম খাইরুল ইসলাম, শেরপর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায় সাইফ উদ্দিন আহমেদ, জাহাঙ্গীরপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু বাশার, বীর বেতাগৈর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ইমন আহমেদ, চন্ডিপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি হুমায়ূন  কবির ও খায়রুল ইসলাম মামুন। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি-আদর্শ ভুলে সংগঠনকে প্রশ্নবিদ্ধ করা এবং সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নান্দাইল উপজেলা ছাত্রলীগের সব কার্যক্রম থেকে আটজনকে অব্যাহতি দেওয়া হলো। 

এ ছাড়াও অব্যাহতি পাওয়া ৮ ছাত্রলীগ নেতাকে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র