হোম > সারা দেশ > নেত্রকোণা

নিখোঁজের ১৬ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল যুবকের মরদেহ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর উজ্জ্বল হোসেন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৭টায় কাকৈরগড়া ইউনিয়নের রামপুর গ্রামের সোমেশ্বরী নদীতে মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

এর আগে শুক্রবার বেলা ৩টায় রামপুর গ্রামে বাল্কহেড ও যাত্রীবাহী নৌকার মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ হন উজ্জ্বল হোসেন। নিহত যুবক ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের আদমপুর চরপাড়া ফেরিঘাট থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা ঝাঞ্জাইলের উদ্দেশে ছেড়ে যায়। পথে কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ী নামক স্থানে বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী নৌকাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নৌকার সব যাত্রী নদীতে পড়ে যায়। এ দৃশ্য দেখে নদীতে থাকা অন্য নৌকাসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে। তবে নিখোঁজ থেকে যান উজ্জ্বল হোসেন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে বিষয়টি থানার পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবগত করে। পরে এদিন রাতে দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারকাজ চালিয়ে উজ্জ্বলকে উদ্ধারে ব্যর্থ হয়। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে পুনরায় ডুবুরি দল উদ্ধারকাজ চালানোর কথা থাকলেও সকাল ৭টায় দুর্ঘটনাস্থলে উজ্জ্বলের মরদেহ ভেসে ওঠে। 

এ বিষয়ে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, কোনো অভিযোগ না থাকায় উদ্ধারকৃত মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার