হোম > সারা দেশ > ময়মনসিংহ

চতুর্থ দিনের মতো মমেকের শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাস বর্জন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অপবাদের প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো ক্লাস বর্জন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গত রোববার রাত থেকে লাগাতার ক্লাস বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়। গত সোমবার সকাল থেকে শিক্ষকেরা কোনো ক্লাস নেননি। তবে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

শিক্ষার্থীরা জানান, ক্লাস না হওয়ায় তাঁদের অনেক ক্ষতি হলেও কোনো সমস্যা নেই। তবে শিক্ষকের অপবাদের বিচার হওয়া উচিত। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে অন্য কোনো শিক্ষকও এমন অপবাদের শিকার হতে পারেন। 

মমেকের শিক্ষক ও সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মনির হোসেন ভূঁইয়া বলেন, ‘ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয়েছে, আমরা সেটি পরিষ্কারভাবে জানতে চাই। শুনেছি আজ বৃহস্পতিবার তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দেবে। তারা কাগজপত্র তৈরি করছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আগামী শনিবার বসে কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করছি, অন্যায়ের সঠিক বিচার হবে।’

মমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথ বলেন, ঘটনা তদন্তে পাঁচ সদস্যের টিম আজকে প্রতিবেদন দেবে। প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজের ৫৩ ব্যাচের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড