নেত্রকোনার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে আরমান (৩) ও নুসাইবা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার খলিশাপুর ইউনিয়নের ইচুলিয়ার খলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আরমান ওই গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে আর নুসাইবা একই গ্রামের নুর উদ্দিনের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে আরমান ও নুসাইবা খেলতে বের হয়। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও শিশু দুটি বাড়ি না ফেরায় লোকজন তাদের খুঁজতে থাকে। একপর্যায়ে তারা বাড়ি থেকে একটু দূরে শিশু দুটির লাশ পুকুরে ভাসতে দেখে। পরিবারের লোকজনের ধারণা, খেলতে গিয়ে তারা পুকুরের পানিতে পড়ে মারা যায়।
এ বিষয়ে জানতে চাইলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্বজনদের কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।