হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুর থেকে ১৬০ বস্তা সার ময়মনসিংহে পাচারকালে জব্দ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের জন্য বরাদ্দ করা ১৬০ বস্তা (৮ টন) এমওপি (মিউরেট অব পটাশ) সার ময়মনসিংহে নিয়ে যাওয়ার সময় জব্দ করেছেন নালিতাবাড়ী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন। আজ শুক্রবার দুপুরে নালিতাবাড়ী পৌর শহরের ধারা রোড এলাকায় এসব সার আটক করা হয়। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নালিতাবাড়ী পৌর শহরের উত্তর বাজার এলাকার সুমন নামের এক ব্যক্তি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনজনের এক দোকান থেকে ১৬০ বস্তা এমওপি সার লাভের আশায় পাশের ট্রলিযোগে ময়মনসিংহের হালুয়াঘাটে নিয়ে যাচ্ছিলেন। পরে নালিতাবাড়ী শহরের ধারা রোডে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ট্রলি থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করেন।

তখন চালক সার হালুয়াঘাট নিয়ে যাচ্ছিলেন বলে জানান। সার পরিবহনের বৈধ কাগজ দেখতে চাইলে তাঁরা তা দেখাতে ব্যর্থ হন। এক জেলার বরাদ্দের সার অন্য জেলায় নেওয়ার নিয়ম না থাকায় সারগুলো জব্দ করে কৃষি অফিসে নেওয়া হয়। 

এ বিষয়ে জানতে আজকের পত্রিকার এ প্রতিনিধি সারের মালিক সুমনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি পরে দেখা করার কথা জানান। 

নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সার পরিবহনের বৈধ কাগজপত্র না থাকায় সার জব্দ করা হয়েছে। পরবর্তীকালে উপজেলা বীজ ও সার মনিটরিং কমিটি জব্দ করা সারের বিষয়ে সিদ্ধান্ত নেবে। 

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার