ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট হাবিবুর রহমান জসিম (৭৫) মারা গেছেন। আজ সোমবার সকাল ১১টায় ময়মনসিংহ জেলা শহরের আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আকুয়া গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
গতকাল রোববার বিকেল সাড়ে ৩টায় তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহির রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাবিবুর রহমান নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের মহাবৈ গ্রামের ভূঁইয়া বাড়ির সন্তান।
মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মৃত্যুকালে এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ।