হোম > সারা দেশ > ময়মনসিংহ

জমিতে গর্ত করা নিয়ে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে জমিতে গর্ত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার সহনাটি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ভূঁইয়ার বাজারে তাঁর মেশিনারিজ যন্ত্রাংশের দোকান রয়েছে।

এ নিয়ে জানতে চাইলে আবুল কালামের ছোট ভাই খোরশেদ আলম জানান, তাঁর ভাই আবুল কালাম সম্প্রতি বাড়িতে গরুর একটি খামার করেছেন। ওই খামারের বর্জ্য নিষ্কাশনের জন্য বাড়ির পাশের জমিতে একটি গর্ত করেছেন। এ জমির পাশে ওই গ্রামের আব্দুল গফুরের ৩০ শতাংশ জমি রয়েছে। ঘটনার দিন সকালে গফুর অভিযোগ করেন, কালামের করা গর্তের কারণে তাঁর জমির আইল ভেঙে যেতে পারে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় উপস্থিত প্রতিবেশীরা বিষয়টি মীমাংসা করে দিলে উভয় পক্ষ বাড়িতে চলে যায়। পরে সকাল ১০টার দিকে ছেলে সোহাগকে নিয়ে দোকানে যাওয়ার পথে কালামের ওপর গফুর, তাঁর ভাই সেলিম, জিল্লু, ভাগনে রবি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন। এতে কালাম আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ নিয়ে জানতে চাইলে প্রতিবেশী হাশিম উদ্দিন বলেন, ‘জমিতে গর্ত করাকে কেন্দ্র করে উভয়ে ঝগড়ায় লিপ্ত হলে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। পরে গফুর লোকজন নিয়ে কালামের ওপর হামলা করেছেন। এতে কালাম মারা যান।’

এ ঘটনার পর থেকে আব্দুল গফুরসহ অন্যরা পলাতক। তাই তাঁদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

এ নিয়ে জানতে চাইলে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা