হোম > সারা দেশ > ময়মনসিংহ

হালুয়াঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ২ 

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় তামিম (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই ছাত্র। 

আজ বুধবার দুপুরে উপজেলার ধারা ইউনিয়নের হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের দরিনগুয়া মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার তদন্ত (পরিদর্শক) আবুল হাসেম। 

নিহত তামিম উপজেলার নড়াইল ইউনিয়নের খরমা এলাকার মুজিবুর রহমান এমএলের ছেলে। তামিমের এ বছর খরমা এলাকার খরমা বি কে কে উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। 

আহতেরা একই ইউনিয়নের বাঘমার এলাকার দুদু মিয়ার ছেলে রাতুল (১৬) ও একই এলাকার জয়নাল আবেদিনের পুত্র লিটন (১৬)। তাদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা গেছে, তামিমসহ তিন বন্ধু মিলে বুধবার বিকেলে মোটরসাইকেলে খরমা থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিল। এ সময় ধারা এলাকার দরিনগুয়া এলাকার মিলগেট স্থানে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সামনে থাকা একটি অটোরিকশা যাত্রী তোলার জন্য আচমকা থামালে নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে তিনজনই ছিটেকে সড়কের মাঝে পড়ে যায়। এ সময় পেছন থেকে হালুয়াঘাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা মুহূর্তে চলে আসায় নিয়ন্ত্রণ না রাখতে পেরে তাদের ওপর দিয়ে উঠিয়ে দিয়ে পৃষ্ট করে চলে যায়। 

ঘটনাস্থলে তামিম মারা যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় মমেক হাসপাতালে পাঠান চিকিৎসক। 

খরমা বি কে কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, তামিম এসএসসি পরীক্ষার্থী ছিল। আহত দুজনকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পরিদর্শক আবুল হাসেম জানান, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা