মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে নারী, শিশুসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে ১২ জন রোহিঙ্গা। আটক ব্যক্তিদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে পুশ ইন করেছে বলে জানিয়েছে বিজিবি।
আজ সোমবার (২৩ জুন) সকালে উপজেলার লাতু সীমান্ত এলাকায় চা-বাগানে সন্দেহজনক ঘোরাঘুরি করার সময় তাদের আটক করে বিজিবি। এ নিয়ে শুধু বড়লেখা সীমান্ত দিয়ে মোট ৩১৩ জনকে পুশ ইনের সময় আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার লাতু সীমান্ত এলাকা দিয়ে ১৬ জন বাংলাদেশিকে পুশ ইন করে বিএসএফ। তাঁদের মধ্যে আটটি শিশু, চারজন নারী ও চারজন পুরুষ রয়েছে। ১৬ জনের মধ্যে ১২ জন রোহিঙ্গা নাগরিক ও চারজন বাংলাদেশি। বাংলাদেশে প্রবেশ করে সীমান্তবর্তী চা-বাগান থেকে বিজিবি তাদের আটক করে। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই করে বড়লেখা থানার হস্তান্তর করে।
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি থানায় ১৬ জনকে হস্তান্তর করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করে পরিবারের কাছে পাঠানো হবে।