হোম > সারা দেশ > মৌলভীবাজার

কুলাউড়া সীমান্ত থেকে ‘মাছ শিকারের সময়’ ৩ যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি

ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় মাছ শিকারের সময় তিন যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

চোরাকারবারি সন্দেহে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপির হরিপুর এলাকা থেকে তাঁদের আটক করে বিএসএফ।

আটক ব্যক্তিরা হলেন সোহাগ মিয়া (২৩), মাসুক রহমান মন্টুরি (২০) ও সিপার আহমদ (২২। তাঁরা শরীফপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

আটক যুবকদের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে বাংলাদেশ সীমান্তের ভেতর শরীফপুর ইউনিয়নের হরিপুর এলাকায় সোহাগ, মাসুক ও সিপার আহমদ মাছ শিকার করছিলেন। এ সময় বিএসএফের সদস্যরা এসে তাঁদের চোরাকারবারি সন্দেহে আটক করে নিয়ে যান।

মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া বলেন, ‘বাংলাদেশ সীমান্তের ভেতরে মাছ শিকার করার সময় ১৫-২০ জন বিএসএফ এসে আমার ভাইসহ তিনজনকে আটক করে নিয়ে যায়। আমরা বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় ক্যাম্পে জানিয়েছি। তারা বলেছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।’

শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শুনেছি রাতে তাঁরা মাছ শিকার করতে গিয়েছিলেন। পরে তাঁদের বিএসএফ এসে ধরে নিয়ে গেছে।’

এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়ার মোবাইল ফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের, বাজারে ধানের দাম কমায় হতাশা

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চেয়ারম্যানদের কাছ থেকে অর্থ দাবি: রাজনগরে দুজন ভুয়া সাংবাদিক আটক

বনের টিলা কেটে ভবন নির্মাণ

দীর্ঘ ১৭ বছরের কারাজীবন শেষে বাড়ি ফিরলেন কমলগঞ্জের বিডিআর সিপাহি প্রবীর সিংহ

বাঁধের জমি লিজ দিয়ে বিপাকে পাউবো

খাবার সংকটে বুনো শূকরের হানা, ফসল রক্ষায় রাত জাগছেন কৃষকেরা

লাউয়াছড়া বনে রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা

সিলেট-আখাউড়া রেলপথ: রেলের জমিতে ঘর-খামার, উচ্ছেদের পর ফের দখল

প্রভিডেন্ট ফান্ডের বকেয়া পরিশোধের দাবিতে শ্রীমঙ্গলে তিনটি চা-বাগানে শ্রমিকদের কর্মবিরতি