হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ, দুই ভাই গ্রেপ্তার

মৌলভীবাজার সদরে রাজু মিয়া (৩০) নামে সিএনজিচালিত একটি অটোরিকশার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ওই দুই ভাইকে আটক করেছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দুই ভাইকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’ 

নিহত রাজু মৌলভীবাজার সদর উপজেলায় আপার কাগাবালায় গ্রামের হাদিস মিয়ার ছেলে। আটকেরা হলেন একই এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসী জাহাঙ্গীর মিয়া ও তাঁর ছোট ভাই জাকির মিয়া। নিহত রাজু হলেন জাহাঙ্গীর ও জাকিরের চাচাতো ভাইয়ের ছেলে। 

ওসি হারুনুর ও স্থানীয় লোকজন জানান, মধ্যপ্রাচ্য প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীর সঙ্গে রাজুর সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে মধ্যপ্রাচ্য থেকে জাহাঙ্গীর ও তাঁর ছোট ভাই জাকির সম্প্রতি দেশে আসেন। কিন্তু তাঁরা বাড়িতে না গিয়ে মৌলভীবাজার শহরের একটি হোটেলে অবস্থান করেন। গতকাল বুধবার দুপুরে তাঁরা সদর উপজেলার বিন্নিগ্রামে যান। সেখান মোবাইল ফোনে অটোরিকশা ভাড়া নেওয়ার কথা বলে রাজুকে ডেকে নেন। এ সময় রাজুকে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে ফেলে যান তাঁরা। 

পরে স্থানীয়রা রাজুকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। চিকিৎসাধীন অবস্থায় সেখানে আজ বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। অভিযোগ ওঠা দুই ভাইকে আপার কাগাবালায় গ্রাম থেকে আটক করা হয়েছে বলে জানান ওসি হারুনুর।

বধ্যভূমিগুলো জঙ্গলে ভরা

হাদিকে গুলি: মৌলভীবাজার সীমান্তে বিজিবির একাধিক বিশেষ চেকপোস্ট স্থাপন

সড়কের ওপর রাখা ধানে দুর্ঘটনা, কুলাউড়ায় দুই চাচাতো ভাই নিহত

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের, বাজারে ধানের দাম কমায় হতাশা

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চেয়ারম্যানদের কাছ থেকে অর্থ দাবি: রাজনগরে দুজন ভুয়া সাংবাদিক আটক

বনের টিলা কেটে ভবন নির্মাণ

দীর্ঘ ১৭ বছরের কারাজীবন শেষে বাড়ি ফিরলেন কমলগঞ্জের বিডিআর সিপাহি প্রবীর সিংহ

বাঁধের জমি লিজ দিয়ে বিপাকে পাউবো