হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারের তিন সীমান্ত দিয়ে ৭৬ জনকে পুশ ইন বিএসএফের

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আজ বৃহস্পতিবার সকালে ঠেলে পাঠানো ব্যক্তিদের আটক করে বিজিবি। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের তিন সীমান্ত দিয়ে ৭৬ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে বড়লেখা সীমান্ত দিয়ে ৪৮ জন, শ্রীমঙ্গলে ২৩ ও কুলাউড়া সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশ ইন করা হয়। আজ বৃহস্পতিবার তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে অনুপ্রবেশ করে বড়লেখা সীমান্তের পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করার সময় বিজিবির টহল দলের হাতে ৪৮ জন আটক হয়। তারা ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসাসহ বিভিন্ন কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। আজ তাদের বিএসএফ বাংলাদেশে পুশ ইন করে। তাদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলায়। পরে বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই করে বড়লেখা থানায় হস্তান্তর করে।

বিজিবি-৫২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী ঘটনার আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এদিকে ভোরে শ্রীমঙ্গল উপজেলার কাকমারা সীমান্ত এলাকা দিয়ে ২৩ জনকে পুশ ইন করেছে বিএসএফ। পরে বিজিবি তাদের আটক করে। তাদের মধ্যে ৯টি শিশু, ৯ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছে।

এ দিকে জেলার কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশ ইন করে বিএসএফ। তাদের আটক করেছে বিজিবি।

এ নিয়ে জেলার বড়লেখা, কমলগঞ্জ, জুড়ী, কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো অন্তত ৪৭৬ জনকে আটক করেছে বিজিবি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ভোরবেলা বিজিবি থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমাদের কাছে এখনো হস্তান্তর করা হয়নি। আমাদের কাছে হস্তান্তর করলে নাম-ঠিকানা জানা যাবে।’

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের, বাজারে ধানের দাম কমায় হতাশা

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চেয়ারম্যানদের কাছ থেকে অর্থ দাবি: রাজনগরে দুজন ভুয়া সাংবাদিক আটক

বনের টিলা কেটে ভবন নির্মাণ

দীর্ঘ ১৭ বছরের কারাজীবন শেষে বাড়ি ফিরলেন কমলগঞ্জের বিডিআর সিপাহি প্রবীর সিংহ

বাঁধের জমি লিজ দিয়ে বিপাকে পাউবো

খাবার সংকটে বুনো শূকরের হানা, ফসল রক্ষায় রাত জাগছেন কৃষকেরা

লাউয়াছড়া বনে রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা

সিলেট-আখাউড়া রেলপথ: রেলের জমিতে ঘর-খামার, উচ্ছেদের পর ফের দখল

প্রভিডেন্ট ফান্ডের বকেয়া পরিশোধের দাবিতে শ্রীমঙ্গলে তিনটি চা-বাগানে শ্রমিকদের কর্মবিরতি