মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী মারা যাওয়ার তিন ঘণ্টা পর স্বামীও মৃত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার তাঁদের পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।
মারা যাওয়া দুজন হলেন উপজেলার রাউৎগাঁওয়ের ওয়ারিছ মিয়া ও তাঁর স্ত্রী রিনা বেগম। ওয়ারিছ রাউৎগাঁও হাফিজিয়া মাদ্রাসা ও রাউৎগাঁও জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, রিনা কয়েক দিন আগে মেয়ের বাড়ি ভানুগাছে বেড়াতে যান। সেখানে বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে গতকাল সোমবার মধ্যরাতে তিনি মারা যান। এমন অবস্থায় তিন ঘণ্টা পর ওয়ারিছ হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
আজ বেলা সাড়ে ৩টার দিকে রাউৎগাঁও বড় মোকাম প্রাঙ্গণে জানাজা শেষে রাউৎগাঁও কবরস্থানে পাশাপাশি কবরে দুজনকে দাফন করা হয়।
রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আনু মিয়া বলেন, স্ত্রী মারা যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে স্বামীও মারা গেছেন। এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।