মৌলভীবাজারের রাজনগরে শাহাবুউদ্দিন (৩৫) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর সাড়ে ১২ দিকে উপজেলার টেংরা ইউনিয়নের হাজীনগর চা বাগান এলাকা থেকে ওই চালকের লাশ উদ্ধার করে রাজনগর থানা-পুলিশ।
শাহাবুউদ্দিন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
রাজনগর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে গেছে, শনিবার সকালে রাজনগরের হাজীনগর চা বাগানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠান।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, কুলাউড়ার ব্রাহ্মণবাজার থেকে রাজনগর এলাকা পর্যন্ত নিহত চালক নিয়মিত অটোরিকশা চালাতেন। শুক্রবার রাতে কোনো এক সময় তাকে কে বা কারা গলা কেটে হত্যা করে লাশ বাগানে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। তাঁর গলাকাটা লাশ বাগানের সড়কের পাশে পড়া অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।