হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজার সীমান্তে পুশ ইনের সংখ্যা বেড়ে ৩১১

মৌলভীবাজার প্রতিনিধি

ফাইল ছবি

মৌলভীবাজারের সীমান্ত এলাকা থেকে নারী, শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের জুড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে।

এ নিয়ে চলতি মাসে জেলার কমলগঞ্জ, বড়লেখা, জুড়ী ও কুলাউড়া উপজেলা সীমান্ত থেকে পুশ ইনের শিকার ৩১১ জনকে আটক করেছে বিজিবি।

বিজিবি জানায়, আজ শুক্রবার সকালে জুড়ীর রাজকি সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় ১০ জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রাজকি বিওপি ক্যাম্পে নিয়ে আসা হয়।

বিজিবির রাজকি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল হাশেম জানান, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের সীমান্তবর্তী পাঁচ উপজেলার সঙ্গে ভারতের সীমানা রয়েছে ২৭১ দশমিক ৮৮ কিলোমিটার। এর মধ্যে বেশির ভাগ জায়গা দুর্গম পাহাড় ও জঙ্গল। সেখানে রাতের অন্ধকারে বিএসএফ পুশ ইন করছে।

জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলা সীমান্ত ঘুরে দেখা গেছে, বেশির ভাগ এলাকা দুর্গম পাহাড় ও জঙ্গলে ভরপুর। দিনের বেলা এসব এলাকায় মানুষের আনাগোনা থাকে একেবারে কম। সন্ধ্যা নামলে সেখানে বাড়ে পুশ ইনের আশঙ্কা। সীমান্তবর্তী বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএসএফের পুশ ইনের ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষুব্ধ। বিশেষ করে রাতের বেলা এমন ঘটনার কারণে আতঙ্কে থাকেন তাঁরা।

বিজিবি সূত্র জানায়, ভারতের পুশ ইন ঠেকাতে বিজিবির পক্ষ থেকে মৌলভীবাজার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে পুশ ইন ঠেকানো যাচ্ছে না। পাহাড় ও দুর্গম এলাকা থাকায় রাতের আঁধারে পুশ ইন করছে বিএসএফ। এমন কর্মকাণ্ড ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তাচৌকিতে বিজিবির সদস্যসংখ্যা ও টহল বাড়ানো হয়েছে।

এ নিয়ে কথা হলে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘পুশ ইন ঠেকাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের বিজিবির সব সদস্য কাজ করছেন। পাহাড়ে ঘন জঙ্গলের এলাকা দিয়ে পুশ ইনের ঘটনা ঘটছে। ঘন জঙ্গল থাকায় ১৫০-২০০ ফুটের বেশি দেখা যায় না। সেই সুযোগ কাজে লাগিয়ে পুশ ইন করছে। আমরা যাদের আটক করেছি, তারা সবাই বাংলাদেশি। তবে এভাবে তাদের পাঠানো উচিত হচ্ছে না।’

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের, বাজারে ধানের দাম কমায় হতাশা

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চেয়ারম্যানদের কাছ থেকে অর্থ দাবি: রাজনগরে দুজন ভুয়া সাংবাদিক আটক

বনের টিলা কেটে ভবন নির্মাণ

দীর্ঘ ১৭ বছরের কারাজীবন শেষে বাড়ি ফিরলেন কমলগঞ্জের বিডিআর সিপাহি প্রবীর সিংহ

বাঁধের জমি লিজ দিয়ে বিপাকে পাউবো

খাবার সংকটে বুনো শূকরের হানা, ফসল রক্ষায় রাত জাগছেন কৃষকেরা

লাউয়াছড়া বনে রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা

সিলেট-আখাউড়া রেলপথ: রেলের জমিতে ঘর-খামার, উচ্ছেদের পর ফের দখল

প্রভিডেন্ট ফান্ডের বকেয়া পরিশোধের দাবিতে শ্রীমঙ্গলে তিনটি চা-বাগানে শ্রমিকদের কর্মবিরতি