হোম > সারা দেশ > মৌলভীবাজার

বড়লেখায় ভিজিএফের ২৩৪ বস্তা পচা চাল মাটিচাপা

মৌলভীবাজার প্রতিনিধি

বড়লেখা পৌরসভার গরুর হাটের পরিত্যক্ত স্থানে গর্ত খুঁড়ে চালগুলো মাটিচাপা দেওয়া হয়। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা কার্যালয়ে ভিজিএফের ২৩৪ বস্তা পচা, দুর্গন্ধময় চাল মাটিচাপা দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। গতকাল রোববার বিকেলে পৌরসভার গরুর হাটের পরিত্যক্ত স্থানে গর্ত খুঁড়ে চালগুলো মাটিচাপা দেওয়া হয়। আকস্মিক বন্যার পানিতে ভিজে এসব বস্তার চাল বিতরণ অনুপযোগী হয়ে পড়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৭ জুন ঈদুল আজহা সামনে রেখে হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য বড়লেখা পৌরসভার অনুকূলে প্রায় ৩১ টন (১ হাজার ২৭ বস্তা) ভিজিএফের চাল বরাদ্দ দেয় জেলা প্রশাসন। গত ২৯ মে খাদ্যগুদাম থেকে চাল উত্তোলন করে পৌরসভার হলরুমে চালগুলো রাখা হয়। ২ জুন বিতরণ শুরুর কথা থাকলেও ৩১ মে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে পৌরসভা কার্যালয় ৩-৪ ফুট পানিতে তলিয়ে যায়। এতে অন্যান্য ক্ষতির সঙ্গে ভিজিএফের ২৩৪ বস্তা চাল ভিজে নষ্ট হয়। চালগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। অবশেষে পৌরসভা কর্তৃপক্ষ চালগুলো মাটিচাপা দেয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জামালুদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌরসভার উপসহকারী প্রকৌশলী দেবজিৎ চন্দ্র দাস, প্রশাসনিক কর্মকর্তা ফখরুল আমিন খান, হিসাবরক্ষক আব্দুল লতিফ, কর নির্ধারক তোফায়েল আহমদ, ব্যবসায়ী শামীম আহমদ প্রমুখ।

বড়লেখা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ভিজিএফের বিতরণ অনুপযোগী চাল থেকে পৌরসভা কার্যালয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরিবেশের যাতে ক্ষতি না হয়, সে জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জামাল উদ্দিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। ওই কমিটির মতামতের ভিত্তিতে ২৩৪ বস্তা চাল মাটিচাপা দেওয়া হয়েছে।

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু

হাওরে পরিযায়ী পাখি নিধন থামছেই না

প্রচারণা শুধু শহরেই, গ্রামের ভোটার জানে না গণভোট কী

বিএনপিতে যোগ দিলেন ‘আওয়ামী ঘনিষ্ঠ’ রাজনগর ইউপি চেয়ারম্যান

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত