হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরে ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১ 

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সিয়াম হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় অপর মোটরসাইকেল আরোহী বকুল হোসেনও (১৫) গুরুতর আহত হয়। আজ মঙ্গলবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার আকুবপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

সিয়াম হোসেন উপজেলার মটমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রামের মো. হাশেম আলীর ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। 

স্থানীয়রা জানান, সিয়াম ও বকুল মোটরসাইকেলে চেপে সকাল ৮টার দিকে পার্শ্ববর্তী খলিসাকুণ্ডি বাজারে যাচ্ছিল। পথে আকুবপুর বাজারের কাছে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ডাম্পট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ সময় গুরুতর আহত সিয়াম ও বকুলকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই সিয়াম মারা যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। 

গাংনী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, স্থানীয়রা চালকসহ ট্রাকটি পুলিশে সোপর্দ করেছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট