হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে অস্ত্র-গুলিসহ ইউপি সদস্য আটক

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

উদ্ধার হওয়া অস্ত্র-গুলি ও কৃষি পণ্যসহ আটক ইউপি সদস্য। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে অস্ত্র ও গুলিসহ মো. আজমাইন হোসেন টুটুল (৫২) নামের এক ইউনিয়ন পরিষদের সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষি পণ্য উদ্ধার করা হয়।

আজ রোববার সকালে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়। আটক আজমাইন হোসেন উপজেলার কাথুলী ইউপির সদস্য ও লক্ষীনারায়নপুর ধলা গ্রামের মৃত আক্কাস আলী ছেলে।

মেহেরপুর র‍্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ জানান, আজমাইন হোসেন নিজ বাড়িতে অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে এমন সংবাদ পাওয়া যায়। সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে ধঞ্চে গাদার নিচ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ছাড়া বাড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র (হাসুয়া), কৃষকদের দেওয়া সরকারি প্রণোদনার ৪৫ প্যাকেট সরিষার বীজ, ৯ প্যাকেট মাশকলাইয়ের বীজ, ১৫ বস্তা টিএসপি স্যার, ২০টি কম্বল, দুটি সেলাই মেশিন, ৩০ কেজি পুষ্টি চাল ও ৩ প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার অসহায়দের দেওয়া চাল উদ্ধার করা হয়েছে। এ সময় র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট

গাংনী সীমান্ত দিয়ে ৩০ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ