হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে ঘন কুয়াশায় দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে চাঁদর বিছিয়েছে ঘন কুয়াশা। সকালে রাস্তা ঢেকে গেছে কুয়াশায়। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীতের তীব্রতা উপেক্ষা করে কর্মস্থলে ছুটছেন শ্রমজীবীরা। 

চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল শতভাগ। 

স্থানীয়রা জানান, ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। রাস্তাগুলো যেন দেখাই যাচ্ছে না। তার পরেও যানবাহন ছুটে চলছে। রাস্তায় বের হতে ভয় লাগে—কখন ঘটে দুর্ঘটনা। 

অটোচালক নজরুল ইসলাম বলেন, ‘ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাগুলো। তার পরেও পেটের তাগিদে বের হতে হয়। অনেক আস্তে আস্তে গাড়ি চালায়, তার পরও ভয় লাগে।’ 

আরেক চালক মো. জাফার আলী বলেন, ‘আমরা ভাটায় ইটের ভাড়ায় খাটি। আমাদের খুব ভোরে চলে যেতে হয়। কুয়াশার কারণে খুব আস্তে আস্তে গাড়ি চালাতে হয়।’ 

ট্রাকচালক মো. স্বপন আলী বলেন, ‘কুয়াশায় গাড়ি চালাতে গিয়ে অনেক কষ্ট হয়। সামনে লাইট জ্বলে ,তার পরেও পথ পরিষ্কার দেখা যায় না। চরম ঝুঁকি নিয়ে রাস্তা চলি। সামনে কত দুর্ঘটনা দেখেছি। দুর্ঘটনার কথা মনে পড়লেই ভয়ে জান আঁতকে ওঠে। বলা যায় গাড়ির চোখ দিয়ে আমাদের পথ চলতে হয়।’ 

চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয়ের পর্যবেক্ষক তাহমিনা নাসরিন বলেন, এই আবহাওয়া আরও দুই দিন থাকতে পারে।

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট

গাংনী সীমান্ত দিয়ে ৩০ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ

ট্রাক্টরচাপায় প্রাণ গেল শিশুর

লাঠিখেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

গাংনীতে মাদকসহ দুই যুবক আটক

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

গাংনীতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার