হোম > সারা দেশ > মেহেরপুর

সড়কে রক্তাক্ত দুই মরদেহ, পাশে বিধ্বস্ত মোটরসাইকেল

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে আনসার সদস্যসহ দুইজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে জেলার নতুনগ্রাম এলাকার মেহেরপুর-মুজিবনগর সড়ক থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সড়কের পাশের বাঁশঝাড়ে একটি বিধ্বস্ত মোটরসাইকেল পাওয়া গেছে।

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি বাঁশঝাড়ে প্রবেশ করার কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন মেহেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন। তিনি জানান, দ্রুতগতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

যাঁদের মরদেহ উদ্ধার হয়েছে তাঁরা হলেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে রহিদুল ইসলাম ও আজমত শেখের ছেলে বিজন হোসেন। রহিদুল যশোরে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। আর বিজন মুজিবনগর ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে হাটে যাওয়ার পথে সড়কের পাশের একটি বাঁশঝাড়ে একটি বিধ্বস্ত মোটরসাইকেল দেখতে পায় স্থানীয়রা। সেখান থেকে একটু দূরে দুটি লাশ পাওয়া যায়। পরে খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায় এবং মরদেহ দুটি উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা গেছে, ছুটি শেষে যশোর আনসার কার্যালয়ে ফেরার জন্য মোটরসাইকেল নিয়ে আজ ভোরে বাড়ি থেকে বের হয়েছিলেন রহিদুল। চুয়াডাঙ্গা রেলস্টেশনে পর্যন্ত এগিয়ে দিতে তাঁর সঙ্গে যাচ্ছিলেন একই গ্রামের বিজন।

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট

গাংনী সীমান্ত দিয়ে ৩০ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ

ট্রাক্টরচাপায় প্রাণ গেল শিশুর

লাঠিখেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

গাংনীতে মাদকসহ দুই যুবক আটক

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

গাংনীতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

গাংনীতে ভূমিকম্প অনুভূত, আতঙ্কে রাস্তায় নামেন স্থানীয়রা