হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মেহেরপুর (খুলনা) প্রতিনিধি

মেহেরপুর সরকারি কলেজের পুকুর থেকে মুসলিমা খাতুন (৪০) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে পুকুরে স্থানীয়রা ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার তারা।

পরিবারের বরাতে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহ দারা জানান, মুসলিমা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে তামাক বাছাইয়ের কাজ করত। বিকেলে কাজ থেকে ফেরার পথে নিয়মিতই সরকারি কলেজ পুকুরে গোসল করে বাড়ি ফিরত। গেল রোববার কাজে বের হয়ে আর বাড়ি ফেরেনি মুসলিমা। অনেক খোঁজাখুঁজির পরও কোথাও তাঁর সন্ধান পায়নি পরিবার। পরে আজ ওই পুকুরে তাঁর লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুকুরে গোসল করতে গিয়ে মুসিলমা পানিতে ডুবে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের কাছ থেকে জানা গেছে তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর বলা যাবে মুসলিমার কি হয়েছিল। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

মুসলিমার মা আরবি খাতুন বলেন, ‘আমার মেয়ে মৃগী রোগে আক্রান্ত ছিল। পানিতে গোসল করতে গিয়ে তাঁর মৃত্যু হতে পারে।’ এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই বলে তিনি জানান। 

গাংনীতে একানী চাষে লাভের আশা করছেন ব্যাংক কর্মকর্তা ইসতিয়াক

‘তোদের দুনিয়া ছারা করব, তৈরি থাকিস’—মেহেরপুরে বিএনপি নেতা-কর্মীদের হুমকি

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২