হোম > সারা দেশ > মেহেরপুর

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে লেবু গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খলিল বিশ্বাস (৬০) মারা গেছেন। আজ সোমবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত খলিল বিশ্বাস গাংনী উপজেলার হিন্দা গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। 

মৃতের মেয়ে পারভিন খাতুন বলেন, গত শনিবার বাড়ির পাশের লেবু গাছের ডাল কাটা নিয়ে ছোট চাচা হবিবর রহমানের সঙ্গে আমার বাবার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে চাচা তাঁর হাতে থাকা লাঠি দিয়ে বাবাকে বেধড়ক মারধর করেন। পরে পরিবার ও স্থানীয় লোকজন আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে প্রথমে গাংনী হাসপাতালের ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে।

গাংনীতে একানী চাষে লাভের আশা করছেন ব্যাংক কর্মকর্তা ইসতিয়াক

‘তোদের দুনিয়া ছারা করব, তৈরি থাকিস’—মেহেরপুরে বিএনপি নেতা-কর্মীদের হুমকি

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২