হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাছ ফেলে গণ ডাকাতি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

ডাকাতদের ভয়ে পালিয়ে আসার সময় ট্রাক উল্টে খাদে পড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনী সড়কে গাছ ফেলে ঘণ্টাব্যাপী গণ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মুজাহিদুল ইসলাম ও হাসান নামের দুজন আহত হয়েছেন। আজ শনিবার উপজেলার শুকুরকান্দি এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি সড়কে গাছ ফেলে ২০ / ২৫ জনের ডাকাত দল দূরপাল্লার যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা লুট করে নিয়ে যায়। ওই সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে দুজন আহত হয়েছেন।

একই সময় ডাকাতির হাত থেকে বাঁচতে পালিয়ে আসার সময় একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ আসে। তবে পুলিশ আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তারা আরও জানান, রাস্তায় এভাবে ডাকাতি হলে মানুষ চলাচল করবে কীভাবে। এক প্রকার আতঙ্কের মধ্যেই রাস্তায় চলাচল করতে হয়। তাই প্রশাসনের কাছে অনুরোধ রাতে পুলিশি টহল বাড়াতে হবে।

ভুক্তভোগী কুষ্টিয়ার মুজাহিদুল ইসলাম বলেন, ‘ডাকাত দলের সদস্যরা এসে যা কিছু ছিল সবকিছু নিয়ে যায়। আর আমাদের কাছে যা কিছু ছিল সব দিয়ে দিয়েছিলাম। তারপরও আমাদের আঘাত করে। এ সময় তিনজন আহত হয়। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল।’

মটমুড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, ‘গতকাল গভীর রাতে উপজেলার শুকুরকান্দি এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এতে ডাকাত দলের সদস্যরা বিভিন্ন যানবাহনের গতি রোধ করে টাকা–পয়সা ছিনিয়ে নিয়ে যায়।’

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ডাকাতি কাজে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সময় মেহেরপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন, গাংনী থানার ওসি বানী ইসরাইলসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনীর আকুবপুরে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় শ্যামলী পরিবহনের চালক ও চালকের সহকারী আহত হন। শ্যামলী পরিবহনসহ বেশ কয়েকটি গাড়ির গতিরোধ করে ১৫ থেকে ২০ জন ডাকাত দলের সদস্যরা।

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট

গাংনী সীমান্ত দিয়ে ৩০ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ

ট্রাক্টরচাপায় প্রাণ গেল শিশুর

লাঠিখেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

গাংনীতে মাদকসহ দুই যুবক আটক

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

গাংনীতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার