হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরে বাসচাপায় পল্লি চিকিৎসক নিহত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে বাসচাপায় শামীম হোসেন (৩০) নামের এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুরে গ্রামের সড়ক থেকে প্রধান সড়কে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন মেহেরপুর সদরের সিংহাটি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। তিনি পেশায় পল্লি পশু চিকিৎসক ছিলেন।

জানা গেছে, সকালে বাড়ি থেকে পেশাগত কাজে মোটরসাইকেল নিয়ে বের হন শামীম। গ্রামের সড়ক দিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে উঠছিলেন তিনি। এ সময় মেহেরপুর থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের (নম্বর ঢাকা মেট্রো ব ১৫-৫৭০৫) সঙ্গে ধাক্কা লেগে তিনি নিচে পড়ে যান। এতে মোটরসাইকেলসহ তিনি বাসের চাকায় পিষ্ট হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহত শামীমের লাশ, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট

গাংনী সীমান্ত দিয়ে ৩০ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ

ট্রাক্টরচাপায় প্রাণ গেল শিশুর

লাঠিখেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়