হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীর বাজারে নতুন মাছ ‘রকেট ইলিশ’

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

বাজারে গেলে হরহামেশায় দেখা মেলে রুই, কাতল, বোয়াল, চিতলসহ নানা ধরনের দেশীয় ও সামুদ্রিক মাছ। তবে কেউ কি কখনো রকেট ইলিশ নামের কোনো মাছের নাম শুনেছেন? সম্প্রতি মেহেরপুরের গাংনী উপজেলায় বাজারে দেখা গেছে রকেট ইলিশ মাছের। অচেনা এই মাছটি দেখতে অনেকে ভিড় করেন বাজারে। বিস্মিত হন এলাকাবাসী। 

আজ মঙ্গলবার বাজারে আসা কয়েকজন ব্যক্তি বলেন, বাজারে রকেট ইলিশ মাছ উঠেছে এমন খবরে অনেকে দেখার জন্য ছুটে আসেন। দূর থেকে দেখে মনে হয়েছিল এটি চিতল মাছ। রকেট ইলিশ নামে কোনো মাছের নাম শোনেননি এলাকাবাসী। চোখেও দেখেননি। এই প্রথম গাংনীর বামন্দী ইউনিয়নের দেবীপুর বাজারে দেখলেন। 

স্থানীয়রা জানান, রকেট ইলিশ মাছটি তাঁদের কাছে অপরিচিত। অনেকেই মাছটি বাজারে দেখতে এসেছেন। প্রথমে মাছটির দাম ৮০০ টাকা বললেও শেষ পর্যন্ত ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। মাছটির ওজন ছিল ৩ কেজি ৬০০ গ্রাম। কাজল আহমেদ নামের এক দোকানদার এ মাছ কিনেছেন। 

করমদী গ্রামের জালাল উদ্দিন বলেন, ‘আমি কখনো শুনিনি রকেট ইলিশ নামের মাছ আছে। নতুন মাছ দেখে প্রথমে কয়েকজন মিলে এটা কিনতে চেয়েছিলাম। কিন্তু কেনা হয়নি। প্রথমে ৮০০ টাকা দাম বলেছিল পরে ৩০০ টাকা কেজি বিক্রি করেছে।’ 

মাছ ক্রেতা কাজল আহমেদ বলেন, ‘প্রথমে মাছটি দেখে ভালো লাগল তাই কিনলাম। প্রথমে ৮০০ টাকা কেজি বললেও পরবর্তীতে ৩০০ টাকা কেজি কিনেছি। তবে রকেট ইলিশ নামে কোনো মাছ আছে তা শুনিনি। নতুন নামের ইলিশ মাছ তাই খেতে মন চাইল। মাছটা কিনে ভালো লাগছে, নতুন মাছ পরিবারের সবাই মিলে খাব।’ 

মাছ ব্যবসায়ী রতন আলী বলেন, ‘মাছটি কুষ্টিয়া থেকে নিয়ে এসেছি। এটার নাম রকেট ইলিশ। এক দোকানদারের কাছে ৩০০ টাকা কেজিতে বিক্রি করে দিয়েছি। প্রথমে ৮০০ টাকা বললেও কেউ কিনতে রাজি হয়নি। শেষ পর্যন্ত ৪০০ বলেছিলাম পরে ৩০০ টাকা কেজি বিক্রি হয়েছে।’ 

রকেট ইলিশ নামে কোনো মাছ আছে কি না জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, ‘হ্যাঁ রকেট ইলিশ নামে মাছ রয়েছে।’ 

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রকেট ইলিশ নামের কোনো মাছ নেই। মাছ কেনার ব্যাপারেও জনগণকে সতর্ক থাকতে হবে।’

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট