হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় রোজা খাতুন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার আড়পাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত রোজার উপজেলার গোপাল নগর গ্রামের আসাদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় ব্রাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। 

স্থানীয়রা জানান, রোজা তার বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে নানা বাড়ি বেড় গ্রাম থেকে বাড়ি ফিরে আসছিল। তারা আড়পাড়া বাজার পৌঁছালে একটি স্টিয়ারিং (ইঞ্জিনচালিত) গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। গাড়ির ধাক্কায় সড়কের ছিটকে পড়ে শিশু রোজা ও তার বাবা আসাদুল। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার রোজাকে মৃত ঘোষণা করেন। আহত আসাদুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহতের ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, গতকাল রোববার সকালে গাংনীতে সড়ক দুর্ঘটনায় মেহেরপুর জজ কোর্টের এক পেশকার নিহত হন। এই নিহতের একদিন পর আবারও সড়কে ঝড়ে গেল শিশু রোজার প্রাণ। 

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট