হোম > সারা দেশ > মেহেরপুর

বাসের ধাক্কায় পথচারী নিহত, সড়ক অবরোধ 

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলাধীন ছাতিয়ান ব্রিকফিল্ড বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিনুয়ারা খাতুন (৬০) উপজেলার ছাতিয়ান গ্রামের মো. হাবিবুর রহমানের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, মিনুয়ারা খাতুন রাস্তা পার হয়ে তাঁর ছেলের দোকানে যাওয়ার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুর অভিমুখে শাপলা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাসের ধাক্কায় মিনুয়ারা খাতুন গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে চিকিৎসার জন্য বামন্দীর একটি ক্লিনিকে নেয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে যাওয়ার পথে মিরপুর নামক এলাকায় তাঁর মৃত্যু হয়। 

এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে। এতে সড়কের দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ-খবর নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট