হোম > সারা দেশ > মেহেরপুর

প্রধান শিক্ষকের হাতে লাঞ্ছনার অভিযোগ সহকারী শিক্ষকের

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিরাজ শরীফকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক। 

আজ বুধবার সকালে রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

সহকারী শিক্ষক মিরাজ শরীফ অভিযোগ তুলে বলেন, ‘গত সোমবার প্রধান শিক্ষক হাবিবুর রহমান শিক্ষার্থীদের ডাস্টার দিয়ে মাথায় ও কানের পাশে আঘাত করেন। এ ছাড়া তিনি (প্রধান শিক্ষক) বিভিন্ন সময় শিক্ষার্থীদের মারধর করে। আমি এর প্রতিবাদ করতে গেলে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁর আত্মীয় সকলকে ডেকে আমার ওপর অতর্কিত হামলা করে। এ সময় আমি পড়ে গেলে আমাকে লাঠি দিয়ে এবং কিল, ঘুষি ও লাথি মারে। সহকারী শিক্ষকেরা ঠেকাতে গেলে তাঁদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমি এর সঠিক বিচার চাই।’ 

এ বিষয়ে রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষকের সঙ্গে শিক্ষকের মারামারি বা হাতাহাতির ঘটনা খুবই দুঃখজনক। বিষয়টি নিয়ে যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হয় সেটি আমি দেখব।’

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের শাসন করা নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সহকারী শিক্ষক মিরাজ শরীফ আমাকে আঘাত করলে আমি পাল্টা আঘাত করি। তবে লোকজন নিয়ে এসে তাঁকে মারার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’ 

এ বিষয়ে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহজাহান রেজা বলেন, ‘রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিরাজ শরীফকে লাঞ্ছিত করার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার তদন্ত করে সত্যতা পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে।’ 

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি খানম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট