হোম > সারা দেশ > মেহেরপুর

ট্রলি উল্টে ব্যবসায়ী নিহত, আহত তিন

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে গরু বোঝায় ট্রলি উল্টে মোতাহার হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ সোমবার বিকেলে উপজেলার সিন্দুরকোটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোতাহার আলী ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু শহরের শাহাদত আলীর ছেলে। 

ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু শহরের মনোয়ার হোসেন জানান, তিনিসহ একই এলাকার মোতাহার হোসেন, আতিয়ার রহমান ও সোহরাব হোসেন বামন্দী বাজার থেকে তিনটি গরু কিনে বাড়ি ফিরছিলেন। পথে ট্রলি উল্টে মোতাহার হোসেন নিহত হন। এ সময় তিনিসহ তাঁর সঙ্গে থাকা দুজন আহত হন। 

বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইছাহক আলী বলেন, সিন্দুরকোটা বাজারের অদূরে গরু বোঝায় ট্রলি উল্টে হতাহতের ঘটনার খবর পায়। পরে ঘটনাস্থলে পৌঁছে এজনের মরদেহ পাওয়া যায় এবং আহতাবস্থায় তিনকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

গাংনীতে একানী চাষে লাভের আশা করছেন ব্যাংক কর্মকর্তা ইসতিয়াক

‘তোদের দুনিয়া ছারা করব, তৈরি থাকিস’—মেহেরপুরে বিএনপি নেতা-কর্মীদের হুমকি

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২