হোম > সারা দেশ > মেহেরপুর

ইবি ছাত্রী হত্যা মামলায় স্বামী ও শ্বশুর ২ দিনের রিমান্ডে

মেহেরপুর প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিশাত তাসনিম উর্মীর হত্যা মামলায় শ্বশুর হাশেম শাহ ও স্বামী আশফাকুজ্জামান প্রিন্সের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে মেহেরপুর জেলার গাংনীর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসান এ রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহিনুজ্জামান বলেন, ‘গত ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিশাত তাসনিম উর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর স্বামী ও শ্বশুর-শাশুড়ি এটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ হয়। এটি হত্যাকাণ্ডও হতে পারে। এ ছাড়া পরদিন নিশাতের বাবা গোলাম কিবরিয়া বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।’ 

এসআই শাহিনুজ্জামান আরও বলেন, ‘ওই মামলায় মৃতের শ্বশুর ও স্বামীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এ মামলার আরেক আসামি তাঁর শাশুড়িকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ করতে পারলে মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তাই আদালতের কাছে তাদের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের জিজ্ঞাসাবাদের পর আসল রহস্য উদ্ঘাটন হতে পারে মনে করছি। সেই সঙ্গে ময়নাতদন্তের রিপোর্ট পেলে আরও স্পষ্ট হবে।’ 

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট