নিজের চিকিৎসা করার জন্য বাড়ি থেকে বের হয়ে মেহেরপুর সদর হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিকার হওয়ায় লাশ হয়ে ঘরে ফিরলেন দেলোয়ার হোসেন। আজ রোববার দুপুরে মেহেরপুর আমঝুপি সড়কের মাঝামাঝি ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কাছে মাইক্রোর ধাক্কায় আলগামন যাত্রী অসুস্থ দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত দেলোয়ার হোসেনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আসমানখালী মশাইনগর গ্রামে। তার পিতার নাম হায়দার আলী।
দুর্ঘটনায় আহত হয় একই আলগামন গাড়িতে থাকা নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা খাতুন, মেয়ে রুনা খাতুন এবং আলগামন চালক একই গ্রামের ইয়াসিন আলীর ছেলে সরোয়ার হোসেন।
জানা গেছে, অসুস্থ দেলোয়ার হোসেনকে নিয়ে তার স্ত্রী মেয়ে সহ একটি আলগামন গাড়ি ভাড়া করে মেহেরপুর জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের নিজ বাড়ি থেকে রওনা হয়েছিল। পথিমধ্যে মেহেরপুর ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কাছে একইদিক থেকে আসা একটি মাইক্রোবাস পেছন থেকে আলগামনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়। হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক শামিম হাসান বলেন, হাসপাতালে নেওয়ার আগেই দেলোয়ারের মৃত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।