হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে দুই বাড়িতে অগ্নিকাণ্ড

প্রতিনিধি

গাংনী (মেহেরপুর): মেহেরপুরের গাংনীর করমদী বহল পাড়ায় লাল্টু হোসেন ও কামাল হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাল্টু হোসেনের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পার্শ্ববর্তী লোকজন জানতে পেরে দ্রুত ছুটে আসে। কিন্তু ততক্ষণে আগুনে লাল্টুর রান্না ঘর ও গোয়ালঘর পুড়ে যায়। পরে ওই আগুন কামাল হোসেনের রান্না ঘর ও গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ওই আগুন গোয়ালঘর থেকে বসত ঘরে লেগে যায় এবং ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনার পর পরই বামন্দী ফায়ার সার্ভিসের টিমকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত আমিনুল ইসলাম মোতালেব জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দুই পরিবারের প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এসময় তাদের  রান্না ঘর, গোয়ালঘর, ধান, চাল, গম পুড়ে ছাই হয়ে গেছে। বামন্দী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বামন্দী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইসহাক আলী জানান, উপজেলার তেঁতুলবাড়িয়ার করমদী বহল পাড়ায় আগুন ধরার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনি।

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট