হোম > সারা দেশ > মেহেরপুর

আর একটু ধাক্কা দিলেই সরকার পড়ে যাবে: জয়নুল আবেদিন

মেহেরপুর প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. জয়নুল আবেদিন বলেছেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। পালাবার কোনো পথ নেই। আর একটু ধাক্কা দিলেই সরকার পড়ে যাবে। ২০১৮ সালের রাতের ভোটের মতো নির্বাচন করার সক্ষমতা সরকারের আর নেই।  

আজ শুক্রবার বিকেলে মেহেরপুর শহরের বোসপাড়ায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি, গায়েবি মামলায় গ্রেপ্তার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্যে করে জয়নুল আবেদীন বলেন, কথায় কথায় বলেন খেলা হবে, খেলাতো অনেক আগেই শুরু হয়ে গেছে। এখন শুধু গোল দেয়া বাকি আছে। সারা দেশের লোক যখন ঢাকা শহরে যাবে তখন গোল হয়ে যাবে। সরকার পালাবার পথ পাবে না। শেখ হাসিনা বারবার চেষ্টা করেছে বিএনপিকে ভাঙতে। কিন্তু তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি এখনো টিকে আছে। 

সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, দ্রব্যমূল্যরে ঊর্ধ্বগতি, গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোয় জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিএনপির দলীয় নেতা-কর্মীরা সমাবেশে অংশ নেয়।

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট