হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে মা ও শিশুর লাশ উদ্ধার, পরিবারের দাবি বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনী থেকে মা ও দুই বছরের কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মায়ের নাম তাসলিমা খাতুন (৩০) এবং শিশুটির নাম মারিয়া খাতুন। গতকাল মঙ্গলবার রাতে কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে  বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। তবে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, তাসলিমা খাতুনের ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে কীভাবে মৃত্যু হয়েছে জানা যাবে।

তাসলিমা খাতুন হাড়াভাঙ্গা গ্রামের মিন্টু আলীর স্ত্রী এবং শরীয়তপুর জেলার সখীপুর থানার টিবলপ গ্রামের আব্দুর রশিদ ব্যাপারীর মেয়ে।

মিন্টু আলীর মা আকছারন নেছা বলেন, তাসলিমা খাতুন বৈদ্যুতিক সকেট থেকে ফ্যানের চার্জার খুলছিলেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে তাসলিমা ও তাঁর কোলে থাকা শিশু মারিয়া খাতুন মারা যায়।

তাসলিমার ভাই দেলোয়ার হোসেন বলেন, ছোট বোন তাসলিমার সঙ্গে ছয় বছর আগে মিন্টু আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাসলিমার ওপর নানা অত্যাচার করত। গত কয়েক দিন আগেও মারধর করেছে।’ কীভাবে মৃত্যু হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

গাংনী থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, তাসলিমা খাতুনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং শিশু মারিয়ার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রতিবেদন হাতে পেলে আসল ঘটনা জানা যাবে।

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট

গাংনী সীমান্ত দিয়ে ৩০ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ

ট্রাক্টরচাপায় প্রাণ গেল শিশুর

লাঠিখেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়