হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় ঘোড়ার গাড়িচালকের লাশ উদ্ধারের মামলায় স্ত্রী-শাশুড়ি গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে রুবেল হোসেন (২১) নামের এক ঘোড়ার গাড়িচালকের লাশ উদ্ধারের ঘটনায় মামলার পর তাঁর স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে লাশ উদ্ধারের পর রাতে রুবেলের বাবা বাদী হয়ে কুমারখালী থানায় মামলাটি করেন।

গতকাল সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গোলাইমোড় এলাকার রাস্তার পাশ থেকে রুবেলের লাশ উদ্ধার করা হয়। পরে তাঁর স্ত্রী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এ ঘটনায় রাতে রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে রুবেলের স্ত্রী মারজিয়া খাতুন, শাশুড়ি মর্জিনা খাতুনসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।

রুবেলের মা পপি খাতুন বলেন, প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর এক বছর আগে শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে রুবেলের দ্বিতীয় বিয়ে হয়। গত রোববার বাবার বাড়িতে তাঁর দ্বিতীয় স্ত্রীর মৃত সন্তান হয়। সন্ধ্যায় রুবেলের স্ত্রীর ভাই মিঠু শেখ মোবাইল ফোনে রুবেলকে স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে ডেকে নেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল সোমবার ভোরে গিয়ে ছেলেকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। রুবেলের দ্বিতীয় স্ত্রী ও শাশুড়িকে থানায় নেওয়া হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার বিষয়টি স্বীকার করেছেন। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা