হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার প্রকাশ্যে গুলি, আহত ২ 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রকাশ্য গুলি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। 

গতকাল শনিবার সন্ধ্যায় মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ সাবেক চেয়ারম্যানসহ দুজনকে আটক করে। 

অভিযুক্ত আতাহার আলী ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক। 

আহতরা হলেন মিরপুর উপজেলার শিমুলিয়া এলাকার মৃত আলাউদ্দিন গাজীর ছেলে হাসেম গাজী (৫৫) ও বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে পাখিভ্যানের চালক রেজাউল (৫০)। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে গতকাল সন্ধ্যায় লোক দিয়ে বাড়ি থেকে হাসেম গাজীকে মিরপুরের শিমুলিয়া বাজারে ডেকে আনেন আতাহার আলী। কথা-কাটাকাটির একপর্যায়ে নিজের লাইসেন্স করা অস্ত্র দিয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করলে হাসেম গাজী গুলিবিদ্ধ হন। এ সময় সেখানে থাকা ভ্যানচালকও তাঁর ছোড়া গুলিতে আহত হন। 

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করে। 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার আলীসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

হত্যার হুমকি, ৩ মেয়ের দিকে খেয়াল রাখতে বললেন আমির হামজা

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ুমিছিল, কোকোর নাম বিকৃত করায় প্রতিবাদ

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির ভিডিও ভাইরাল, বিতর্ক

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট