হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার প্রকাশ্যে গুলি, আহত ২ 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রকাশ্য গুলি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। 

গতকাল শনিবার সন্ধ্যায় মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ সাবেক চেয়ারম্যানসহ দুজনকে আটক করে। 

অভিযুক্ত আতাহার আলী ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক। 

আহতরা হলেন মিরপুর উপজেলার শিমুলিয়া এলাকার মৃত আলাউদ্দিন গাজীর ছেলে হাসেম গাজী (৫৫) ও বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে পাখিভ্যানের চালক রেজাউল (৫০)। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে গতকাল সন্ধ্যায় লোক দিয়ে বাড়ি থেকে হাসেম গাজীকে মিরপুরের শিমুলিয়া বাজারে ডেকে আনেন আতাহার আলী। কথা-কাটাকাটির একপর্যায়ে নিজের লাইসেন্স করা অস্ত্র দিয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করলে হাসেম গাজী গুলিবিদ্ধ হন। এ সময় সেখানে থাকা ভ্যানচালকও তাঁর ছোড়া গুলিতে আহত হন। 

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করে। 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার আলীসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার ৪টি আসন: ভোটার টানতে মরিয়া দুই দল

কুষ্টিয়ায় যুবককে গুলির পর কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

ঋণের টাকা শোধ না করায় গুলি করে হত্যা করা হয় রফিককে, গ্রেপ্তার ১

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

কুষ্টিয়ায় হেলমেটধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ২

শিক্ষকেরা আন্দোলনে, শিক্ষার্থীদের পরীক্ষা নিলেন অভিভাবকেরা