হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী সাহাজুল ফকির নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত সাহাজুলকে গ্রেপ্তার করে আজ শুক্রবার কারাগারে পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ১ মার্চ দুপুরে শিশুটি তার বাড়িতে একা ছিল। ওই সময় সাহাজুল ফকির ওই বাড়িতে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি কান্না করলে তার মা দ্রুত বাড়িতে এসে দেখেন, অভিযুক্ত সাহাজুল পালিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও শিশুটির বাবা আপস করতে রাজি হননি। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ গিয়ে শিশুটির বাবা ও অভিযুক্ত সাহাজুলকে থানায় নিয়ে আসে।

শিশুটির বাবা রাতেই থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে আজ তাঁকে কারাগারে পাঠানো হয়।

দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে।

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত