হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়া-পাবনা মহাসড়কে মিরপুর উপজেলার ৮ মাইল নামক স্থানে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে মনিকা খাতুন (৩০) ও শিশির হোসেন (১৭) নামের দুজন নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মনিকা খাতুন ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের ৩ নম্বর ওয়ার্ডের সুবেল মিস্ত্রির স্ত্রী ও শিশিরের বাড়ি দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামের মোস্তফার ছেলে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ৮ মাইলে পাবনার দিকে আসা একটি মাইক্রোবাস কুষ্টিয়া অভিমুখে যাওয়া সিএনজিকে ধাক্কা দেয়। এ সময় সিএনজি উল্টিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। সিএনজির ভেতরে থাকা পাঁচজন যাত্রী এতে গুরুতর আহত হয়। এঘটনায় স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মনিকা খাতুনের মৃত্যু হয় ও শিশির ভর্তির পর পরই মারা যায়। বাকি আহত ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।

কুষ্টিয়ার হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ওসি জুলহাস কবির ও মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিএনজি ও মাইক্রোবাস জব্দ করে থানায় নিয়ে গিয়েছে।

হত্যার হুমকি, ৩ মেয়ের দিকে খেয়াল রাখতে বললেন আমির হামজা

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ুমিছিল, কোকোর নাম বিকৃত করায় প্রতিবাদ

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির ভিডিও ভাইরাল, বিতর্ক

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট