ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দায়িত্বরত তিন সহকারী প্রক্টরকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দিয়েছে প্রশাসন। আগামী এক বছরের জন্য তাঁদের পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাবুর আলম, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলামের মেয়াদ শেষ হওয়ায় তাঁদের আগামী এক বছরের জন্য দ্বিতীয়বারের মতো সহকারী প্রক্টর হিসেবে উপাচার্য নিয়োগ দিয়েছেন।
এ বিষয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বিতীয় বারের মত আস্থা নিয়ে যে দায়িত্ব অর্পন করেছে, সেটা সঠিকভাবে পালন করার জন্য সকলের সহযোগিতা চাই।’